স্পোর্টস ডেস্ক: দ্বিতীয়ার্ধে ফেরান টোরেসের দেয়া সমতা সুচক গোলে ভর করে বৃহস্পতিবার এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে পরাজয়ের হাত থেকে রক্ষা পেল বার্সেলোনা। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১০ জনের স্বাগতিক দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা।
দ্বিতীয় হলুদ কার্ড দেখে ব্রাজিলীয় ডিফেন্ডার তুতা মাঠ ছাড়তে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হওয়া ফ্রাঙ্কফুর্টকে বিরিতি থেকে ফেরার পর ৪৮ মিনিটে বাঁকানো শটে গোল করে এগিয়ে দেন আনসগার নাফ।
তবে এর পরেই প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসে সফরকারি বার্সেলোনা। ফ্রেঙ্কি ডি জংয়ের সঙ্গে যৌথ আক্রমনের মাধ্যমে গোলটিট পরিশোধ করতে সক্ষম হন ফেরান টোরেস। ম্যাচের ৬৬ তম মিনিটে জংয়ের পাসের বল টোকা দিয়ে জালে জড়ান টোরেস।
দুই দলের মধ্যে ক্যাম্প ন্যুয়ে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।
এদিকে গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের আরেক ম্যাচে লিয়ঁ’র সঙ্গে ড্র করেছে ওয়েস্টহ্যাম। বিরতির আগেই মুসা ডেম্বেলেকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েত বাধ্য হন অ্যারন ক্রেসওয়েল। এতে ১০ জনের দলে পরিণত তয় সফরকারী ওয়েস্টহ্যাম।
কিন্তু ৪১ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপীয় কোন আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ওয়েস্টহ্যাম বিরতি থেকে ফিরে ঠিকই লিড নেয়। ম্যাচের ৫২ মিনিটে জার্ড বোয়েনের গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাব।
তবে ১৪ মিনিট পরেই সমতায় ফিরে আসে স্বাগতিক লিয়ঁ। টটেনহ্যাম থেকে ধারের খেলোয়াড় হিসেবে ফরাসি ক্লাবের হয়ে খেলা টাঙ্গুই এন্ডমবেলে গোলটি পরিশোধ করেন।
পর্তুগালে অনুষ্ঠিত লিগের আরেক কোয়ার্টার ফাইনালে আবেল রুইজের ৪০ মিনিটে দেয়া গোলে ভর করে ব্রাগা ১-০ গোলে হারিয়েছে রেঞ্জার্সকে। ম্যাচে অবশ্য আরো বড় ব্যবধানে জয়ের সুযোগ পেয়েছিল ব্রাগা। রিকার্ডো হর্তার একটি শটের বল বারে লেগে ফেরার পর একই খেলোয়াড়ের আকেরটি গোল বাতিল হয় ভিএআর প্রযুক্তির পর্যবেক্ষনে।
আটালান্টার মাঠে ডেভিড জাপ্পাকস্তার আত্মঘাতি গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ চাড়তে বাধ্য হয় সফফরকারী আরবি লিপজিগ। ম্যাচের ১৭ মিনিটে গোল করে ইতালিয় দলকে এগিয়ে দেন লুইস মুরিয়েল। তার জোড়ালো ড্রাইেেভর বল আশ্রয় নেয় প্রতিপক্ষের জালে।
ম্যাচের ৫৮ মিনিটে জাপ্পাকস্তার আত্মঘাতি গোলের আগে উভয় পক্ষই নস্ট করেছে বেশ কয়েকটি সুযোগ। লিপজিগের আন্দ্রে সিলভা পোনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। ক্রিস্টোফার এনকুনকে কে ফেলে দেয়ায় ওই পেনাল্টি পেয়েছিল তারা।
পরক্ষনেই উপহার হিসেবে গোল পেয়ে যায় স্বাগতিকরা। চাপে পড়া জাপ্পাকস্তা বল নিজের গোল রক্ষককে দিতে গিয়ে জড়িয়ে দেন জালে। তার আত্মঘাতি ওই গোল পরাজয়ের হাত থেকে রক্ষা করে আটালান্টাকে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।