আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তাৎক্ষণিক সদস্যপদের জন্য আবেদন করেছে ইউক্রেন। সোমবার এক ভিডিওবার্তায় এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। খবর এএফপি’র।
ইউক্রেনের জনগণের উদ্দেশে ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সব ইউরোপীয়র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা এবং আমি মনে করি এটি ন্যায্য ও সম্ভবও।’
‘এ কারণেই আমরা ইইউয়ের সদস্যপদের জন্য আবেদন করেছি। পাশাপাশি ইইউ কর্মকর্তাদের অনুরোধ করেছি, বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় রেখে যেন যত দ্রুত সম্ভব, অর্থাৎ তাৎক্ষণিকভাবে যেন আমাদের আবেদন মঞ্জুর করা হয়।’
দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির পূর্বাঞ্চলে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। তার ভাষণ সম্প্রচারের পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তড়িৎগতিতে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশপাশি চতুর্দিক থেকে দেশটির ভেতরে প্রবেশ করতে শুরু করে রুশ সেনাবাহিনী।
গত ৫ দিনের অভিযানে ইউক্রেনের কয়েকটি শহর দখল করেছে রুশ বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ সোমবার ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জায়ার দুই শহর বারদিয়ানস্ক ও এনারহোডারের জাপোরিজ্জায়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এ তথ্যের সত্যতা অস্বীকার করেছে। পাশাপাশি, সোমবার এক ফেসবুক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, গত ৫ দিনের যুদ্ধে এ পর্যন্ত মোট ৫ হাজার ৩০০ রুশ সেনার মৃত্যু হয়েছে।
ভিডিওবার্তায় ইউক্রেনের জনগণের সাহসিকতার প্রশংসা করেন জেলেনস্কি এবং অভিযানকারী রুশ সেনাদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের আহ্বান জানান।
‘ইউক্রেনের জনগণ গত কয়েকদিনে বিশ্বকে বুঝিয়ে দিয়েছে, তারা বীর; আর রুশ সেনাসদস্যদেরকে বলছি, অবিলম্বে নিজেদের অস্ত্র ফেলে ইউক্রেন ত্যাগ করুন। নিজেদের কমান্ডার ও প্রোপাগান্ডা প্রচারকদের আর বিশ্বাস করবেন না, নিজেদের জীবন বাঁচান।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।