আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি শীত মৌসুমে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মঙ্গলবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ইউরোপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অষ্ট্রিয়া চলতি সপ্তাহে লকডাউনে ফিরে যেতে বাধ্য হয়েছে। জার্মানী ও নেদারল্যান্ডসও নতুন পদক্ষেপ ঘোষণা করতে যাচ্ছে।
এ প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলভুক্ত ৫৩টি দেশের আরো সাত লাখ লোক আগামী মার্চ নাগাদ করোনায় মারা যেতে পারে।
ইউরোপে ইতোমধ্যে করোনা ভাইরাসে ১৫ লাখ লোক মারা গেছে।
মহাদেশটিতে করোনা সংক্রমণ আবার উর্ধ্বমুখী হওয়ার পেছনে কিছু দেশে টিকা দেয়ার ধীর গতি, করোনার তীব্র সংক্রামক ডেল্টা ধরণ এবং নিষেধাজ্ঞা শিথিলকে দায়ী করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নে ৬৭.৬ শতাংশ লোককে পুরোপুরি টিকার আওতায় নেয়া হয়েছে। কিন্তু দেশে দেশে এ হারে পার্থক্য রয়েছে। পূর্ব ইউরোপের অনেক দেশে টিকার দেয়ার হার খুব কম। বুলগেরিয়ায় ২৪.২ শতাংশ লোককে পুরোপুুরি টিকার আওতায় নেয়া হয়েছে। কিন্ত পুর্তুগালে ৮৬.৭ শতাংশ লোককে টিকার পূর্ণ ডোজ নেয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে, ইউরোপে গত সপ্তাহ থেকে করোনা সংক্রান্ত রোগে মৃত্যু বেড়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২শ’তে, যা সেপ্টেম্বরের শেষ নাগাদ ছিল ২ হাজার ১শ’। সূত্র: বাসস
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel