আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়ে গেছে ইউরোপের। আর এরফলে ইউরোপিয়ানরা আশঙ্কা করছে, রাশিয়া যে কোনো সময় ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধই করে দেবে।
গত বছর ইউরোপের দেশগুলো তাদের চাহিদার প্রায় ৪০ ভাগ গ্যাস রাশিয়ার কাছ থেকে এনেছিল।
কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে এখন পরিস্থিতি ভিন্ন হয়ে গেছে। তাই রাশিয়ার গ্যাসের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে এখন অন্য সূত্র খুঁজছে ইউরোপ। এরই অংশ হিসেবে গত মাসে ইসরাইল এবং মিশরের সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন।
এবার ইউরোপে গ্যাসের সরবরাহ বাড়িয়ে দিতে রাজি হয়েছে মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজান।
সোমবার আজারবাইজানের সঙ্গে গ্যাসের সরবরাহ বাড়ানোর চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন টুইটে জানিয়েছেন, আজারবাইজানের সঙ্গে নতুন চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আজারবাইজান ইউরোপে গ্যাসের সরবরাহ দ্বিগুণ করবে।
বর্তমানে আজারবাইজান ইউরোপে বছরে ১২ বিলিয়ন বর্গ ঘনফুট গ্যাস দেয়। চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত বছরে অন্তত ২০ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে তারা।
চুক্তির ব্যাপারে উরসুলা ভন ডার লিয়েন টুইটে বলেছেন, আজ, আজারবাইজানের সঙ্গে সহযোগিতামূলক নতুন চুক্তির মাধ্যমে আমরা নতুন অধ্যায়ের সূচনা করেছি। রাশিয়ার জ্বালানি থেকে সরে আসার জন্য আজারবাইজান আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।