স্পোর্টস ডেস্ক : ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচে হারল স্বাগতিক কোনো দেশ। ফিফা বিশ্বকাপের ২২তম আসরের শুরুর ম্যাচে কাতারকে হারিয়ে জয় তুলে নিল ইকুয়েডর। মধ্যপ্রাচ্যের দেশটিকে তারা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।
আল-বায়ত স্টেডিয়ামে রোববার (২০ নভেম্বর) আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের হয়ে জোড়া গোল করেন এনার ভ্যালেন্সিয়া। অন্যদিকে একাধিক সুযোগ পেয়েও দলকে গোল উপহার দিতে পারেননি কাতারের ফরোয়ার্ডরা।
কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু থেকেই ছিল অনেক বিতর্ক। পশ্চিমাদের সকল সমালোচনা উড়িয়ে দিয়ে সফল আয়োজনের সব প্রস্তুতি শেষ করে দেশটি। কিন্তু খেলা মাঠে গড়ানোর মাত্র তিন দিন আগে কাতারের বিরুদ্ধে ওঠে এক গুরুতর অভিযোগ। ম্যাচ হারার জন্য ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে বলে কাতারের বিরুদ্ধে অভিযোগ করেন সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ও রাজনৈতিক বিশেষজ্ঞ আমজাদ তাহা। তবে সেসব গুজব উড়িয়ে দিয়ে কাতারকে হারিয়ে নিজেদের আসর রাঙিয়েছে ইকুয়েডর।
লাতিন আমেরিকার দেশটি শুধু জয়-ই পায়নি, পাল্টে দিয়েছে ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস। ১৯৩০ থেকে চলে আসা ফুটবলের এ বিশ্বপ্রতিযোগিতার আগের ২১ আসরে হারেনি স্বাগতিক কোনো দেশ। ১৫ জয়ের বিপরীতে বাকি ৬ ম্যাচ ড্র করেছিল স্বাগতিক দেশগুলো। কিন্তু এবারই প্রথম স্বাগতিক দেশ হয়েও হারের মুখ দেখল কাতার।
আল-বায়ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ইকুয়েডর। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় কাতারের জালে বল জড়ান ভ্যালেন্সিয়া। অবশ্য ভিআর চেকে অফসাইড ধরা পড়লে বাতিল হয়ে যায় সেই গোলটি। কিন্তু সফল হতে তাদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ইকুয়েডর প্রথম সফল গোলের দেখা পায় ১৬ মিনিটে। প্রতি আক্রমণে ওঠা ভ্যালেন্সিয়াকে বাধা দিতে গিয়ে ফাউল করে বসেন কাতারের দুই ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি। সেখান থেকে সফল স্পটকিকে জালভেদ করেন ভ্যালেন্সিয়া।
১৫ মিনিট পর তিনি আবার গোল উৎসবে মাতান ইকুয়েডরকে। ম্যাচের ৩১ মিনিটে অ্যাঞ্জেলো প্রিসিয়াডোর ভাসিয়ে দেয়া বলে লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান ভ্যালেন্সিয়া। কাতারের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি। ম্যাচের প্রথমার্ধে দুই গোলের একপেশে মঞ্চায়নই দেখেছে ফুটবলবিশ্ব। ৪৫ মিনিটে একটি অন-টার্গেট শটও নিতে পারেনি স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা নিষ্প্রভ ছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কাতারের ফরোয়ার্ডরা। ৫৩ শতাংশ সময় বল দখলে রাখা লাতিন আমেরিকার দেশটি ম্যাচের শেষার্ধে লক্ষ্য বরাবর শট নিয়েও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়েই সন্তুষ্ঠ থাকতে হয় ইকুয়েডরকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।