নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিশ্ব ইজতেমায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত মোট তিন মুসল্লির মৃত্যু হয়েছে। ময়দানে জানাজা শেষে নিজ নিজ পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মারা যাওয়া তিন মুসল্লি হলেন- খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), শেরপুর জেলার শ্রীবর্দি থানার রানী মিমুল এলাকার মো. আব্দুল্লাহ ছেলে ছাবেত আলী (৭০) ও হবিগঞ্জের বাহুবল থানার রাগবপুর গ্রামের নওয়াব আলীর ছেলে ইয়াকুব আলী (৬০)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, জুমার নামাজ আদায় করার জন্য কুদ্দুস গাজী গোসল করতে গেলে গোসল অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে বেলা ১০টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। এরপর শুক্রবার বিকেলে সাবেদ আলী ৪৬নং খিত্তায় ষ্ট্রোক করে মারা যায়। সর্বশেষ গতকাল দিবাগত রাতে ইয়াকুব আলী ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন।
তিনি আরো বলেন, আমাদের ইজতেমায় এসে (অর্থাৎ আগত মুসল্লি) যারা ইন্তেকাল করেন- আমরা কেবল তাদের মৃত্যুর সংখ্যাই কাউন্ট করি। অনেকে, লাশ বাহির থেকে ময়দানে জানাজার উদ্দেশ্যে আনেন। তা আমাদের ইজতেমার আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যার ভেতরে যুক্ত হবে না।
ইজতেমার আয়োজকরা জানান, আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। জুবায়েরপন্থিদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা। অন্যদিকে ইজতেমায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।