পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তজুড়ে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এরই মধ্যে সীমান্তে দায়িত্ব পালন করা নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, “আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে।”
শনিবার (১১ অক্টোবর) এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে নাকভি বলেন,
“বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর গোলাবর্ষণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর জবাব এই বার্তাই দেয়—কোনো উসকানি সহ্য করা হবে না।”
তিনি আরও যোগ করেন,
“আমাদের বাহিনী সতর্ক ও প্রস্তুত। আফগানিস্তানকে ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে। পাকিস্তানের জনগণ দেশের সেনাবাহিনীর পাশে আছে।”
খবরটি প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানের বেশ কয়েকটি সীমান্ত চৌকি পাকিস্তানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাল্টা হামলায় আর্টিলারি, ট্যাংক, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে তারা দাবি করেছে।
সংঘর্ষের ফলে আফগান বাহিনীর চৌকি ও সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি।
তারা আরও জানায়, আফগান বাহিনীর হামলায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররাম, ডার, চিত্রাল এবং বালোচিস্তানের বারামচা সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সীমান্তে এই উত্তেজনা এমন সময় দেখা দিল, যখন দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।