রাজধানীর লালবাগের পলাশীর মোড়ে ইডেন মহিলা কলেজের দেয়ালের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ফুটফুটে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে পুলিশ সেখান থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদির বলেন, রাতে ডিউটি করার সময় খবর পাই ইডেন কলেজের দেয়ালের পাশে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের লাশ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতকটির মৃতদেহ এখানে ফেলে গেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।