Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: পুরো ইতালিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা অমান্যকারীকে সর্বোচ্চ এক হাজার ইউরো জরিমানা গুনতে হবে। পাশাপাশি বাংলাদেশসহ ১৭টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশের সুযোগ থাকছে না এখনই।

ইতালিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অমান্যকারীকে ৪০০ থেকে এক হাজার ইউরো পর্যন্ত দিতে হবে জরিমানা। সর্বত্র মাস্ক ব্যবহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা।
এদিকে আগামী ৩১ অক্টোবর, জরুরি অবস্থার চলমান মেয়াদ শেষ হচ্ছে। তা বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে নতুন করে।
বাংলাদশে আটকেপড়া ইতালি প্রবাসীদের আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্ত জানতে। নতুন অধ্যাদেশ জারি না হলেও, মন্ত্রিপরিষদ আগের নিষেধাজ্ঞা এক সপ্তাহ বাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



