Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।
শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে এমনটি জানান। তিনি বলেন, আমরা যদি এখনই তুলে নেই, তাহলে আমাদের সকল ইতিবাচক অর্জন ধূলিস্মাৎ হয়ে যাবে । করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে এক মাস ধরে লকডাউন হয়ে রয়েছে ইতালি।
চীনে উৎপত্তি হওয়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের পর ইতালিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ইতালিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ৪৪৯ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।
গত ফেব্রুয়ারির ২০ তারিখ ইতালির লম্বার্দির কোদোগ্নো শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।