Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই মাসের লকডাউন শেষে মঙ্গলবার থেকে ধীরে ধীরে খুলতে শুরু করেছে কোভিড-১৯ এ ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। খবর ইউএনবি’র।
তবে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ উপদেষ্টা রিচিয়ার্দি সতর্ক করেছেন, ‘এখনই শেষ নয়, যদি আক্রান্ত বাড়ে, দুই সপ্তাহের মধ্যে আবারও বন্ধ করে দিবো।’
এদিকে সোমবার একদিনে নতুন করে ইতালিতে কোভিড-১৯ আক্রান্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২২১ জন। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৯ জনে। আর মোট আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন। সুস্থ হয়েছেন ৮২ হাজার ৮৭৯ জন।
২১ ফেব্রুয়ারি থেকে ইতালিতে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। ১৯ দিন পর ১১ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়। তবে তখন দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮২৭ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।