স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন প্রতিযোগিতার নয় বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। সরাসরি সেটে ৬-২, ৭-৫ গেমে ক্যারিয়ারে প্রথমবারের মতো আমেরিকান ডিয়েগো শোয়ার্টজমানের কাছে হার মানলেন নাদাল।
তবে সেমিফাইনাল নিশ্চিত করেছেন আরেক ফেবারিট ও বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।
প্রথম সেটে ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হারেন জোকোভিচ। তবে তৃতীয় সেটে বাধা হয়ে দাঁড়াতে পারেননি র্যাঙ্কিংয়ের ৯৭তম জার্মান ডমিনিক কোয়েফার। শেষ সেট ৬-৩ গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ।
অবশ্য এই ম্যাচেও আবার মেজাজ হারিয়ে বসেছিলেন জোকোভিচ। একটি সার্ভিস গেম হারার পর নিজের র্যাকেট ভেঙে ফেলেছিলেন।
আর ম্যাচ শেষে এ নিয়ে জোকোভিচ বলেছেন, র্যাকেট ভেঙে ফেলার কাজটা এবারই প্রথম আর শেষবার নয়। মাঝে মাঝে নিজের রাগ এভাবেই প্রকাশ করি। তবে আমি আমার আবেগ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।