বিনোদন ডেস্ক : ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত বলিউড সিনেমা ‘ছাবা’। ঐতিহাসিক-অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। কারণ এ ঘরানার হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে এটি।
ঐতিহাসিক-অ্যাকশন-ড্রামা ঘরানার ‘পদ্মাবত’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। ভারতে সিনেমাটি আয় করেছিল ৩০২ কোটি রুপি (নিট)। কিন্তু মুক্তির ১২ দিনে ‘ছাবা’ ভারতে আয় করেছে ৩৬৩ কোটি রুপি (নিট)। এখনো বক্স অফিসে সিনেমাটি নিজ অবস্থান ধরে রেখেছে।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘ছাবা’ সিনেমা ৫০০ কোটি রুপি (নিট) আয়ের মাইলকফলক সৃষ্টি করতে পারে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে বড় সাফল্য হবে।
‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৮৩.৩৫ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৬৭২ কোটি টাকার বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।