বিনোদন ডেস্ক : কাতার বিশ্বকাপ ২০২২-এর শেষবারের কিক অফ, শুরু হলো মহা ফাইনাল। আজকের ফাইনালের মঞ্চে কুশিলব হিসেবে মুখোমুখি হলো সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা। ফাইনাল জয়ের লক্ষ্যে দু’দলই আজ তাদের সেরা একাদশকেই মাঠে নামিয়েছে। এমন দিনে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন বিশ্বকাপ ফুটবলে গড়লেন অন্যরকম এক ইতিহাস।
কাতারে ফাইনালের আগে রোববার লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেছেন দীপিকা। ফিফার ইতিহাসে এবারই প্রথম কোন অভিনেত্রী এই মর্যাদা পেলেন। আর এই ঘটনার মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে ঢুকে গেলেন তিনি।
কোনো সাবেক কিংবদন্তি ফুটবলার নন, একজন অভিনেত্রী হিসেবে ট্রফি উন্মোচন করেন তিনি। তবে দীপিকা একাই উন্মোচন করেননি ট্রফি। তার সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াসও।
তাদের ট্রফি উন্মোচনের পরই কাতারের লুইসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।