ইতিহাসে প্রথমবারের মতো ফুল থেকে বানানো হচ্ছে মহামূল্যবান হীরা। এই হীরার দাম হবে প্রায় ৪২ হাজার ডলার। এক একটি মহামূল্যবান হীরা তৈরি করতে সময় লাগছে এক মাসের মত। সাধারণত হীরার চাষ করতে ৩০ দিন সময় লাগে। বিশেষ কাস্টমাইজেশনের বিষয় থাকলে দুই মাস পর্যন্ত লেগে যেতে পারে।
চীনের একটি শহরের Time Promse কোম্পানি বিশেষ ফুল থেকে এই হীরা তৈরির কাজ করছে। এর আগে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। প্রতিটি হীরা সুন্দর হলেও ভবিষ্যৎ বাজার তেমন পরিবর্তিত হবে না বলে মনে হচ্ছে। বাজারে প্রাকৃতিক হীরার অনেক ভালো মূল্য রয়েছে।
তবে এদের মধ্যে যেগুলোর মান ভালো সেগুলো আবার বেশ দামি। মেধাসত্ত্ব অর্জনের জন্য এই কোম্পানিকে সাত বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। স্বামী এবং সন্তানদের প্রতি ভালোবাসা থেকে হীরার এই কাজটি শুরু করেন কোম্পানির CEO ওয়াং জিং।
ওয়াং জিং জানান, ২০১৬ সালে আমরা অফিসিয়াল এ কাজ শুরু করি যেটা চূড়ান্ত হয় ২০২৩ সালে। এখানে চলার পথ সবসময় মসৃণ ছিল না। অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। গবেষণা খরচ চালিয়ে যাওয়ার জন্য তাদের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল।
বিনিয়োগ ও গবেষণার খরচের ক্ষেত্রে বড় অংকের অর্থ চলে গিয়েছে। এই যাত্রা সফলতার মুখ দেখলেও তা কঠিন ছিল। প্রাকৃতিক হীরার বেশ অভাব রয়েছে। চাষ করা হীরার জন্ম কিন্তু এ কারণেই। প্রতিটি হিরাই বেশ আলাদা। তবে যে হীরা মানুষ ব্যবহার করে সেগুলোর মূল্য অনেক বেশি বা অমূল্য বলা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।