জুমবাংলা ডেস্ক : ইতিহাস কৌতূহলের। অতীতকে জানার আগ্রহ ইতিহাসকে সবসমই আকর্ষণীয় করে তোলে। জীবনযাত্রা এবং সভ্যতার কথা বলতে গেলে, কখনও ভেবে দেখেছেন যে বিশ্বের প্রাচীনতম দেশ কোনটি? পৃথিবীর প্রাচীন দেশ নিয়ে আজকের এই প্রতিবেদন।
কতগুলি দেশ আছে বিশ্বে?
বিশ্বে মোট ১৯৫টি দেশ রয়েছে, যার মধ্যে ১৯৩টি রাষ্ট্র সঙ্ঘের সদস্য। কিন্তু এই দেশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন—এই প্রশ্নই ঘুরে ফিরে আসে ইতিহাসপ্রেমীদের মনে। চিন, ইটালি, ভারত, মিশর, গ্রীস, রোম ইতিহাস সমৃদ্ধ দেশ হলেও, পৃথিবীর প্রাচীন দেশ হিসাবে চিহ্নিত হয়েছে ইরান।
ইরানের ইতিহাস
খ্রিস্টপূর্ব ৬৭৮ সাল থেকেই বিশ্বজুড়ে ইরান বা পারস্যের প্রভাব লক্ষ্যনীয়। ইতিহাসের প্রভাবশালী শক্তি হিসাবে প্রসিদ্ধ ইরান। আজ আমরা যে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে জানি, তার বর্তমান সংবিধান ১৯৭৯ সালে প্রণয়ন করা হয়েছিল। ইতিহাসের প্রেক্ষিতে ইরান ২৬০০ বছরেরও বেশি পুরনো। এ কারণেই ইতিহাসবিদদের মতে, ইরানই পৃথিবীর প্রাচীন দেশ।
ইরানের ভৌগোলিক অবস্থান ও সভ্যতা
উত্তর-পশ্চিমে তুরস্ক, পশ্চিমে ইরাক, উত্তরে আজারবাইজান, আর্মেনিয়া, ক্যাস্পিয়ান সাগর এবং তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ-পূর্বে পাকিস্তান, দক্ষিণে ওমান উপসাগর এবং পারস্য উপসাগর অবস্থিত। মানব সভ্যতা এখানে এক লক্ষ বছর ধরে বিদ্যমান।
ইরানের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য
ইরানের সৌন্দর্য অসাধারণ। সুউচ্চ পাহাড়, মনোমুগ্ধকর বন, অনন্য ভূতাত্ত্বিক স্থান এবং বিস্তৃত মরুভূমি এই দেশকে করে তুলেছে অনন্য। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী ২৭টি স্থান রয়েছে ইরানে। এছাড়াও, পৃথিবীর প্রাচীন দেশ ইরান সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকেও বিশ্বে দশম স্থানে রয়েছে। পারস্য সাম্রাজ্য, বা আচেমেনিড সাম্রাজ্য নামে পরিচিত ছিল, যা প্রায় ৫৫৯ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩৩১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
আসছে আধুনিক যুগের ব্যাটারি বিপ্লব, একবার চার্জে চলবে টানা ৫০ বছর
ইতিহাসের পাতা উল্টালেই বারবার উঠে আসে পারস্য তথা ইরানের নাম। তার হাজার বছরের পুরনো সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থানই প্রমাণ করে দেয়—ইরানই পৃথিবীর প্রাচীন দেশ। অতীতের আলোয় আজকের এই দেশের পরিচয় বিশ্ববাসীকে মুগ্ধ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।