স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে দলে ফিরছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার ছাড়াও স্কোয়াডে নেয়া হয়েছে আরও দুই খেলোয়াড়কে। বাদ পড়েছেন অফ ফর্মে থাকা ওপেনার জো বার্নস। দলে ডাক পাওয়া অন্য দুজন হলেন-তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি ও পেসার শন অ্যাবট।
অস্ট্রেলিয়ার হয়ে গত দুই টেস্টে জো বার্নস ওপেনিং করেছেন। জো বার্নস আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি। ফলে তার ওপর হতাশা প্রকাশ করেন অজি প্রধান নির্বাচক।
ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওয়ার্নারকে মিস করেছে অস্ট্রেলিয়া। এডিলেড ও মেলবোর্ন টেস্টেও তাকে মিস করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন ওয়ার্নার। ফিল্ডিং করার সময় আচমকাই চোটে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে ধরে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
৭ জানুয়ারি সিডনিতে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


