বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ১টিতে জয় ও ২টিতে হেরেছে টাইগাররা। বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
আর সেই ম্যাচকে সামনে রেখে আজ শনিবার (১৫ জুন) সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে বাংলাদেশ দল। এদিকে ব্যাটিং অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
অনুশীলনে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের একটি বল মুশফিকের ডান হাতে আঘাত করে। এরপর আর অনুশীলন করতে পারেননি মুশফিক এবং মাঠ থেকে বেরিয়ে যান তিনি। তবে তার চোট কতটা গুরুতর সেটা এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।