বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী মেটার মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। প্রতিনিয়ত নতুন ফিচার যোগ হচ্ছে ইনস্টাগ্রামে। যা ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে।
ইনস্টাগ্রামের স্টোরি খুবই জনপ্রিয় একটি ফিচার। তবে স্টোরিতে অধিকাংশ সময় যেকোনো ছবি আপলোড করলে তা স্বয়ংক্রিয়ভাবে ছবিটির মান ও সাইজের অনুপাত কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে গিয়ে ছবির মূল অংশটিই ঢাকা পড়ে যায়।
তবে কৌশল অবলম্বন করে স্টোরিজে ফুল স্ক্রিন ছবি রাখতে পারবেন। অ্যান্ড্রয়েড কিংবা আইওএস উভয় ব্যবহারকারীরাই কাজটি করতে পারবেন খুব সহজে।
>> ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো ছবি আপলোড করলেই তা নিজে থেকেই ছবিটিকে ১৬:৯-এর অনুপাতে ক্রপ করে নেয়। তাই ইনস্টাগ্রাম স্টোরিতে দিতে হলে ছবি তুলতে হবে একটু বড় করে।
>> ১৬:৯-এর অনুপাতে ছবি তুলতে হলে প্রথমেই ফোনের ক্যামেরার অপশনে গিয়ে ওপরের দিকে ক্যামেরা সেটিংস অপশনে যেতে হবে।
>> এরপর ম্যানুয়াল মোডে গিয়ে বিভিন্ন বিকল্প অপশন থেকে নির্দিষ্ট অনুপাতের ফ্রেমটি নির্বাচন করতে হবে।
>> একবার ফ্রেম নির্বাচন হয়ে গেলে ব্যবহারকারীরা ভিউ ফাইন্ডারে বিভিন্ন অনুপাতের ফ্রেম দেখতে পাবেন। যথাযথ অনুপাতের ফ্রেমটি নির্বাচন করে নিতে হবে।
>> তবে ১৬:৯ অনুপাতের ফ্রেমে ছবির মান অনেকটাই কমে যায়। এ ক্ষেত্রে কিন্তু ব্যবহারকারীরা খুব একটা ভালো মানের ছবি পাবেন না।
>> এরপর যেমন ভাবে সব সময় ছবি আপলোড করেন সে ভাবেই আপলোড করতে হবে।
> এরপর দেখবেন ঠিক যতটা স্ক্রিন জুড়ে ছবিটি রয়েছে ইনস্টাগ্রাম স্টোরি ঠিক সেই অনুপাতের ফ্রেমটিই আপলোড করছে।
>> এবার ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড হয়ে গেলে ‘ডান’ অপশনে ক্লিক করে দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।