Advertisement
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নতুন ফিচার চালু করার ঘোষণা দিয়েছে মাধ্যমটির কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে নতুনভাবে কিউআর কোড সিস্টেম চালু করছে তারা।
এতে করে ব্যবহারকারী আরও সহজে তাদের একাউন্টে ঢুকতে ও তথ্য হালনাগাদ করতে এবং যেকোন একাউন্ট সহজেই খুঁজতে পারবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরাডার প্রো। যদিও ফিচারটি এর আগে পরীক্ষামূলকভাবে জাপানে চালু করা হয়েছিলো।
মূলত নতুন এ ফিচার প্রতিটি একাউন্ডের জন্য একটি করে কিউআর কোড বরাদ্দ থাকবে। যেকোন ক্যামেরা অ্যাপ দিয়ে তা স্ক্যান করা যাবে। এর ফলে সহজেই যেকোন অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে।
এছাড়াও কিউআর কোডটি ব্যবহার করে যে কেউ তার অ্যাকাউন্টটি ব্যবসায়িক অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে পারবে। এতে করে পণ্য ক্রয়সহ কোম্পানির কাছ থেকে যেকোন তথ্য খুঁজে পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।