ইনস্টাগ্রামের প্রোফাইল কার্ডে নিজেদের প্রোফাইল ছবি, জীবনবৃত্তান্তসহ কিউআর কোড যুক্তের সুযোগ থাকায় ইনস্টাগ্রাম প্রোফাইলকে আরও আকর্ষণীয়ভাবে অন্যদের কাছে প্রকাশ করা যায়। ডিজিটাল কার্ডটি ব্যবহার করে সহজেই নিজেদের প্রোফাইলের গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের জানানোর সুযোগ থাকায় অনেকেই ইনস্টাগ্রামের প্রোফাইল কার্ড ব্যবহার করেন। ইনস্টাগ্রামে প্রোফাইল কার্ড তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।
প্রোফাইল কার্ড তৈরির জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশের পর নিচের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে যেতে হবে। এরপর ওপরে থাকা শেয়ার প্রোফাইল বাটনে ট্যাপ করার পর সোয়াইপ করলে দুটি প্রোফাইল কার্ডের নমুনা দেখা যাবে। একটি কার্ডের নমুনায় শুধু কিউআর কোড ও প্রোফাইল ইউজার নেম থাকবে।
আর একটি কার্ড নমুনায় প্রোফাইল ছবি, নাম, বায়ো, অন্য প্রোফাইলের লিংক, প্রোফাইলে লিংক করা গানের নাম থাকবে। পছন্দের নমুনা নির্বাচনের পর ওপরে থাকা পেনসিল আইকনে ট্যাপ করে কার্ডের রং ও পটভূমি পরিবর্তন করলেই প্রোফাইল কার্ড তৈরি হয়ে যাবে। এরপর কার্ডটি ইমেজ হিসেবে নামিয়ে অন্যদের পাঠানো যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।