স্পোর্টস ডেস্ক: চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৪৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি জোহানেসবার্গে।
শনিবার (২৬ ডিসেম্বর) সেঞ্চুরিয়নে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসের লড়াইটা যেন ‘ফ্লুক’ ছিল। দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন চান্দিমাল, ধনঞ্জয়া, শানাকারা; তার ছাপই দেখা গেল না দ্বিতীয় ইনিংসে।
প্রথম ইনিংসে ৩৯৬ রান তোলা লঙ্কা তাই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ১৮০-তেই।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) খেলার চতুর্থ দিনে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেছিল ইনিংস হার এড়ানোর মিশন নিয়ে। ফাফ ডু প্লেসিসের ১৯৯ আর ডিন এলগার, টেম্বা বাভুমা ও কেশব মাহারেজের তিন ফিফটিতে প্রথম ইনিংসে ৬২১ রানের বড় সংগ্রহ গড়েছিল স্বাগতিকরা।
২২৫ রান পিছিয়ে থেকে নামার পর তৃতীয় দিন শেষ বিকেলে ৬৫ রান তুলতে দুই উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা।
চার প্রোটিয়া পেসারের বোলিং তোপে চতুর্থ দিন সকালে ৩৬ ওভার টিকতে পারে শ্রীলঙ্কা। কুশল পেরেরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার দুই ফিফটি ছাড়া অন্য কেউ ২৫-এর ঘরও পেরোতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন চার পেসার লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, উইয়ান মালডার ও লুথো সিপামলা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৩৯৬ ও ১৮০ (কুশল ৬৪, হাসারাঙ্গা ৫৯, চান্দিমাল ২৫; সিপামলা ২/২৪, এনগিডি ২/৩৮, মালডার ২/৩৯)।
দক্ষিণ আফ্রিকা: ১ম ইনিংসে ৬২১ (ডু প্লেসিস ১৯৯, এলগার ৯৫, মাহারেজ ৭৩; হাসারাঙ্গা ৪/১৭১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৪৫ রানে জয়ী। ম্যাচসেরা: ফাফ ডু প্লেসিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।