স্পোর্টস ডেস্ক: ইন্টার মিলানে প্রত্যাবর্তনকে সামনে রেখে ক্লাবটিতে এসে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন বেলজিয়ান ফুটবল তারকা রোমেলু লুকাকু। ধারের খেলোয়াড় হিসেবে চেলসি থেকে ইন্টার মিলানে যোগ দিতে যাচ্ছেন তিনি। আজ তিনি মিলানে এসে বলেছেন যে তিনি ‘খুবই খুশি’।
বুধবার সকালে লিনাতে বিমান বন্দরে অবতরণ করেন উৎফুল্ল লুকাকু। এই সময় তার আগমনের অপেক্ষায় থাকা মুষ্টিমেয় সাংবাদিকদের কাছে তিনি সংক্ষিপ্ত কিন্তু আনন্দদায়ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইন্টারে প্রত্যাবর্তনের আনষ্ঠানিকতা সারার আগে সেখানে ডাক্তারী পরীক্ষার সম্মুখীন হবেন ২৯ বছর বয়সি লুকাকু।
প্রথমিকভাবে আট মিলিয়ন ইউরো পরিশোধ সাপেক্ষে লুকাকুকে ইন্টার মিলানের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে চেলসি। সেই সঙ্গে বোনাস হিসেবে যুক্ত হবে আরো তিন মিলিয়ন। সিরি এ লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ফের ইন্টার মিলানের আক্রমনভাগের নেতৃত্ব দেবেন লুকাকু।
দ্বিতীয় দফায় চেলসিতে ফিরে যোগ্যতা প্রমানে ব্যর্থ হয়েছেন লুকাকু। গত গ্রীষ্মে ৯৭.৫ মিলিয়ন পাউন্ডের বিশাল অংকের অর্থের বিনিময়ে লন্ডনে ফিরলেও সেখানে প্রত্যাশা পুরণে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান তারকা।
অথচ ইন্টার মিলানে দুই বছর কাটানোর সময় ৯৫ ম্যাচ থেকে ৬০ গোল আদায়ের মাধ্যমে ভক্তদের ভালবাসায় সিক্ত হয়েছিলেন লুকাকু। শুধু তাই নয়, প্রায় এক দশকের মধ্যে ইন্টারকে সিরি এ লিগের শিরোপা পাইয়ে দিতেও গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন তিনি।
কিন্তু করোনা মহামারির সময় ক্লাবের মালিকানা প্রতিষ্ঠান সানিং গ্রুপ আর্থিক সংকটে পড়ায় শিরোপা জয় সত্বেও কোচ এন্টনিও কনটে ক্লাবটি ছেড়ে চলে যান। তার দাবি ইন্টার মিতব্যয়ী হবার যে উদ্যোগ নিয়েছিল তাতে ঘরোয়া ও ইউরোপীয় চ্যালেঞ্জ নেয়ার জন্য দল গঠন করতে পারবেন না তিনি।
পরে ইউরোপীয় চ্যাম্পিয়ন চেলসির লোভনীয় প্রস্তাবে লুকাকুরও কোচ কনটের পথ অনুসরণ করতে হয়। কারণ ওই অর্থে ইতালীর ক্লাাবটির আর্থিক সংকট কাটানো অনেকটাই সহজ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।