বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আজকের দিনে ইন্টারনেট শুধু বিলাসিতা নয়—এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের ভার্চুয়াল মিটিং, স্কুলের অনলাইন ক্লাস কিংবা ঘরে বসে বিনোদন উপভোগ—সবকিছুতেই ইন্টারনেট স্লো হলে ভোগান্তি পোহাতে হয়। অথচ অনেক সময় ঘরে রাউটার থাকলেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হতে পারে রাউটারের ভুল অবস্থান।
Table of Contents
কোথায় রাউটার রাখা উচিত নয়?
বেসমেন্ট বা ঘরের কোণে
রাউটার সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ায়। যদি এটি ঘরের এক কোণে বা বেসমেন্টে রাখা হয়, তাহলে সিগন্যালের একটি বড় অংশ দেওয়ালে আটকে যায় বা বাইরে চলে যায়। এতে ইন্টারনেট স্লো হয়ে পড়ে।
পুরু দেয়াল বা ধাতব জিনিসপত্রের পাশে
কংক্রিটের দেয়াল কিংবা ধাতব আসবাবপত্র ওয়াই-ফাই তরঙ্গ শোষণ করতে পারে। এর ফলে ইন্টারনেট স্লো হয়ে যায় এবং সিগন্যাল দুর্বল হয়।
ইলেকট্রনিক যন্ত্রপাতির আশেপাশে
টিভি, মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন কিংবা ব্লুটুথ স্পিকারের মতো যন্ত্রপাতি রাউটারের সিগন্যালের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। এতে ইন্টারনেট স্লো হয়। তাই রাউটার এসব ডিভাইস থেকে অন্তত তিন ফুট দূরে রাখা উচিত।
বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারের ভিতরে
অনেকে রাউটার ক্যাবিনেট, আলমারি বা ড্রয়ারে রেখে দেন। এতে রাউটারের সিগন্যাল ঠিকভাবে ছড়াতে পারে না, ফলে ইন্টারনেট স্লো হয়ে যায়।
তাহলে রাউটার কোথায় রাখবেন?
রাউটারের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো—
বাড়ির কেন্দ্রীয় কোনো খোলা স্থান,
মাটির থেকে কিছুটা উঁচু জায়গা,
যেখানে বাধা কম ও সিগন্যাল ছড়াতে সুবিধা হয়।
Meizu 21 Pro: Price in Bangladesh & India with Full Specifications
সঠিক জায়গায় রাউটার স্থাপন না করলে ইন্টারনেট স্লো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই রাউটারের অবস্থান বেছে নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ঠিক জায়গায় রাউটার স্থাপন করলেই মিলবে দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের অভিজ্ঞতা—ইন্টারনেট স্লো হওয়ার সম্ভাবনাও কমবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।