বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংবিধানের ৪৩ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে ডিজিটাল যোগাযোগের গোপনীয়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানানো হয়। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন প্রযুক্তি বিশ্লেষক ফাহিম মাশরুর, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম, আইএসপিএবি যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম রাশেদ, প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের এবং এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সভায় আমিনুল হাকিম বলেন, রাষ্ট্রের ৪র্থ ও ৫ম মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া অপরিহার্য। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর জন্য এনটিটিএন ও ট্রান্সমিশন খাতে সরকারি নিয়ন্ত্রণ বাড়াতে হবে। সরকারের হাজার কোটি টাকার অবকাঠামো বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি হয়ে আছে। এ বিষয়টি দ্রুত সমাধান প্রয়োজন।
প্রযুক্তি বিশ্লেষক ফাহিম মাশরুর বলেন, ইন্টারনেটের দাম কমাতে হলে বিভিন্ন স্তরের বাধা তুলে দিতে হবে। ওটিটি ও এনটিটিএন খাতের মনোপোলি বন্ধ না করলে এ সমস্যার সমাধান হবে না। এ ছাড়া তথ্য সুরক্ষার জন্য ফোন ট্যাপিংয়ের নিয়ম-কানুনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা উচিত।
প্যানেল আলোচনায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ইন্টারনেট খাতে রাজনৈতিক প্রভাব ও চাঁদাবাজি বন্ধ করে এটিকে একটি পেশাদার খাতে রূপান্তরিত করতে হবে। ১৫ দিনের জন্য ইন্টারনেট বন্ধের কারণে দেশের ১০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সরকারকে এই ক্ষতির দায় নিতে হবে।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের ৪৩ অনুচ্ছেদের (খ) ধারায় চিঠিপত্র ও যোগাযোগের গোপনীয়তা রক্ষার কথা উল্লেখ আছে। বর্তমানে প্রযুক্তির বিভিন্ন মাধ্যমে যোগাযোগের তথ্য সুরক্ষার জন্য এ ধারায় ইন্টারনেট ও ডিজিটাল ডেটা সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি।
সভায় উপস্থিত সবাই ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দেন এবং তথ্য সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।