Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দুই মাসেরও বেশি সময়ের মধ্যে তুরস্কের সবচয়ে বড় শহর ইস্তাম্বুলে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সরকার গৃহাভ্যন্তরেও (ইন্ডোর) বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে।
ইস্তাম্বুল গভর্নরের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার থেকে ইন্ডোর বিয়ে, এনগেজমেন্ট পার্টি, মুসলমানির অনুষ্ঠান বন্ধ থাকবে। শিশু এবং যাদের বয়স ৬০ বছরের ওপরে, তাদেরকে আউটডোর অনুষ্ঠানে যেতে বারণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।