জুমবাংলা ডেস্ক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঙ্গলবার বিকালে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইবি ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল সিদ্দিক আরাফাতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বিরোধের জেরে উভয় পক্ষের নেতা-কর্মীরা ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে রাকিবসহ ১০ জন আহত হন। এ সময় ক্যাম্পাসে চারটি ককটেলও বিস্ফোরণ করা হয়।
পরে ইবির ভারপ্রাপ্ত প্রক্টর আনিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল ও ইবি মেডিকেল সেন্টারে পাঠান।
এদিকে, ঘটনার সময় আরাফাতের প্রায় ১০০ সমর্থক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন।
ভারপ্রাপ্ত প্রক্টর জানান, ক্যাম্পাসে আর যাতে ঝামেলা না হয় সে জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।