ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অটো চালককে পিটিয়ে মারল দুই যুবক

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অটো চালককে পিটিয়ে মারল দুই যুবক

ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে অটো চালককে পিটিয়ে হত্যা

জুমবাংলা ডেস্ক : মাগুরার সদর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে দুই যুবকের বিরুদ্ধে জনাব আলী (৪৭) নামের এক অটো চালককে পিটিয়ে হ ত্যার অভিযোগ পাওয়া গেছে।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অটো চালককে পিটিয়ে মারল দুই যুবক
প্রতীকী ছবি

নিহত জনাব আলী উপজেলার কাঞ্চনপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা দিকে মাগুরা হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এলাকাবাসী জানায়, পাকা কাঞ্চনপুরের মিজানুর রহমান বেশ কিছুদিন ধরে পাশের গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি প্রকাশ হলে জনাব আলীসহ ওই গ্রামের লোকজন গত ৯ ডিসেম্বর মিজানুরকে আটকে রেখে মারধর করে। সেদিন গ্রামের মাতবরের উপস্থিতিতে বিষয়টির মীমাংসাও হয়ে যায়। কিন্তু পরে অটো নিয়ে কাঞ্চনপুর যাওয়ার পথে মিজানুর ও মিঠুন নামে দুই যুবকের হামলার শিকার হয় জনাব আলী। এ সময় তারা রড দিয়ে বেধড়ক পেটালে গুরুতর আহত হয় জনাব আলী। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা গৌতম কুমার ঠাকুর বলেন, হ ত্যার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

বিয়ের জন্য স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত হওয়া উচিত