Advertisement
ইভ্যালি স্থাবর-অস্থাবর সব সম্পত্তির বিষয়ে বিবরণসহ বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ড। গ্রাহককে অর্থ ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে বলেও জানায় বোর্ড।
মঙ্গলবার বিচারপতি খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বলা হয়, ইভ্যালির গ্রাহককে অর্থ বা পণ্য ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে এবং ৬ মাস সময় দিতে হবে বোর্ডকে। বোর্ড অসফল হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারবেন।
ইভ্যালির লকারের কোডের বিষয়ে সাবেক এমডি ও চেয়ারম্যান কাছ থেকে জানার কথা হাইকোর্টকে জানিয়েছে বোর্ড। ইভ্যালির অ্যামাজন কনফ্লিক্ট বিষয়ে সিআইডির সহায়তা করতে নির্দেশ হাইকোর্টের।
ইভ্যালির সব নথিপত্র জমা দেওয়া হয় হাইকোর্টে। রিপোর্টে ২০১৯ সাল পর্যন্ত অডিট রিপোর্টও দাখিল করা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel