আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চরসাদ্দা শহর থেকে নির্বাচিত এক স্বতন্ত্র এমপি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ে যোগদান করেছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) এক এক্সবার্তায় এমন তথ্য জানিয়েছে পিটিআই। খবর দ্য ডনের।
ওই এমপির নাম ইফতিখারুল্লাহ উল্লাহ জান। তিনি চরসদ্দা শহরে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন।
এক্সবার্তায় পিটিআই জানিয়েছে, ইফতিখার উল্লাহ জানকে পিটিআইয়ের টিকিট দেওয়া হয়নি। এরপরও তিনি চরসাদ্দা থেকে স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন। তিনি নির্বাচিত হয়ে পিটিআইয়ে যোগ দিয়েছেন।
গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।
নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।