Advertisement
গত ১৯ এপ্রিল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইমরুল কায়েসের বাবা। এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে নসিমনের ধাক্কায় বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হন। পরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
যে দূর্ঘটনায় ইমরুলের বাবা মারা যান, সে ঘটনায় নসিমনের চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছিলো পুলিশ। কিন্তু তাদের ক্ষমা করে মহানুভবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ইমরুল। তিনি কারো বিরুদ্ধে মামলা করেননি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘বিডিক্রিকটাইমকে’ দেয়া এক সাক্ষাৎকারে ইমরুল কায়েস জানান, ওদেরকে পুলিশ গ্রেফতার করেছিল। আমি বলেছি ছেড়ে দিতে। আমি তো আমার বাবাকে হারিয়েছি। আরেকটা মানুষকে মামলা-মোকদ্দমায় টানাটানি করবো- ওদেরও তো পরিবার আছে। এসব করে তো আর আমার বাবাকে তো আর ফিরে পাব না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।