আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতের বিষয়ে গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বুধবার (১৬ অক্টোবর) ইসরায়েলের হামায় তিনজন নিহত হন। এদের মধ্যে একজনকে দেখতে সিনওয়ারের মতো।
হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহিয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে সশস্ত্র গোষ্ঠীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর গুঞ্জনটি পরীক্ষা-নিরীক্ষা করছে তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বুধবার গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। পরে সেখানে হামলা চালানোর নির্দেশ দেয়া হয়। হামলার পর সেনারা সেখানে গিয়ে সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তবে তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন কি না।
এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্যদের জানানো হয়েছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার খুব সম্ভবত মারা গেছেন, বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা দুই কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যমে এ কথা বলেছেন। এ ঘটনার খবর সামনে আসার পর ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্সে করা এক পোস্টে বলেছেন,, “আমরা প্রতিটি ‘সন্ত্রাসী’র কাছে পৌঁছাব এবং তাদের নির্মূল করব।”
তবে এ বিষয়ে এখন পর্যন্ত হামাসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।