জুমবাংলা ডেস্ক: জাপানি মুদ্রার মান যুক্তরাষ্ট্রে ডলারের বিপরীতে ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বৃদ্ধির পরই ইয়েনের রেকর্ড দরপতন হলো।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মান কমে দাঁড়ায় ১৪৭ দশমিক ৬৬ ইয়েন।
জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজুকি বলেছেন, মুদ্রাবাজারের অস্থিতিশীলতা ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে। গত মাসে মুদ্রার মান ধরে রাখতে জাপান প্রায় ২ হাজার কোটি ডলার ব্যয় করে। জি-৭-এর বৈঠকে তিনি বলেছেন, মুদ্রাবাজারে উত্থান-পতন আর সহনীয় পর্যায়ে নেই। মুদ্রাবাজার খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ ছাড়া দুর্বল ইয়েনকে শক্তিশালী করতে বৈশ্বিক মুদ্রাবাজারে গত মাসে হস্তক্ষেপও করেছে জাপান। ২৪ বছরের মধ্যে জাপানি মুদ্রার মান সর্বনিম্ন হওয়ার পর এই পদক্ষেপ নিয়েছিল দেশটি। এর আগে ১৯৯৮ সালে মুদ্রার বাজারে হস্তক্ষেপ করে দেশটি।
যুক্তরাষ্ট্রে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার আগের মাসের চেয়ে কমলেও বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি। আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩ শতাংশ। তা গত মাসে আরও কিছুটা কমে দাঁড়ায় ৮ দশমিক ২ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।