ইয়েমেনে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৬৫ জন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলের এই হামলা রাজধানী সানায় বুধবার সংঘটিত হয়েছে। গাজা যুদ্ধ থেকে ছড়িয়ে পড়া সাম্প্রতিক উত্তেজনার অংশ হিসেবে ইসরায়েল ও হুথি গোষ্ঠী হামলা-পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
এর আগে ৩০ আগস্ট সানায় এক হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হন। সেটিই ছিল হুথি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করে প্রথম হামলা।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “হুথি সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বাধীন ইসরায়েলবিরোধী হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। এসব হামলায় মানববিহীন আকাশযান ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোঁড়া হয়েছিল।”
বৃহস্পতিবার ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন তারা ভূপাতিত করেছে। হুথি গোষ্ঠী পরবর্তীতে এ হামলার দায় স্বীকার করেছে। সামরিক মুখপাত্র জানিয়েছেন, “এটি আমাদের দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাবের অংশ।”
উল্লেখ্য, ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হুথিদের হাতে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে তারা লোহিত সাগরে ইসরায়েল ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।