
বিনোদন ডেস্ক : চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খানের মা সাইদা বেগম। শনিবার ভারতের জয়পুরে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
Advertisement
তবে মায়ের মৃত্যুসংবাদ পেয়েও আসতে পারেন নি ইরফান। লকডাউনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন তিনি। এই পরিস্থিতিতে কোনও ভাবেই তার দেশে ফেরা সম্ভব নয়। মায়ের শেষ বিদায়ে তিনি ভিডিও কলের মাধ্যমে অংশ নিয়েছেন। শনিবার সন্ধায় তার মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
২০১৮ সালে টিউমারে আক্রান্ত হন সাইদা ও চিকিৎসা করাতে বিদেশে যান। অবশ্য এমন কঠিন সময়েও চলচ্চিত্রে অভিনয় অব্যাহত রেখেছিলেন ইরফান। নভেল করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষিত হওয়ার কিছু দিন আগে তার সর্বশেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


