আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের রক্ষা করার জন্য দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ আলাভির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
রোববার (২৪ ফেব্রুয়ারি) ইরাকি প্রধানমন্ত্রী আলাভির সঙ্গে এক ফোনালাপে মাইক পম্পেও ইরাকে মার্কিন সেনা এবং দেশটিতে নিযুক্ত কূটনীতিকদের রক্ষার ব্যাপারে বাগদাদ সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে এ আহ্বান জানান।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে দেশটির জাতীয় সংসদে প্রস্তাব পাস হওয়ার পরও মাইক পম্পেও এই আহ্বান জানানো হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওর্তেগাস এক বিবৃতিতে জানিয়েছেন।
গত ১ ফেব্রুয়ারি আলাভি ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এরপর এই প্রথম সেনা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার ওপর এক রকমের চাপ সৃষ্টি করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।