
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে সপ্তাহব্যাপী ব্যাপক সহিংসতায় কমপক্ষে ১শ’ জন নিহত ও সাড়ে পাঁচ হাজার আহত হয়েছে। গত ২৪ অক্টোবর ফের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এসব লোক হতাহত হয়। বুধবার জাতীয় অধিকার কমিশন একথা জানায়। খবর এএফপি’র।
ইরাকি মানবাধিকার কমিশন জানায়, নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক। টিয়্যার গ্যাস ছোঁড়ায় দম বন্ধ হয়ে বা গুলির আঘাতে তারা নিহত হয়।
Advertisement
কোথায় এবং কখন তাদের মৃত্যু হয় সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনকিছু জানানো হয়নি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


