Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করোনা আক্রান্ত রোগীসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯২ জনে। আগুনের ভয়াবহতায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আল-হুসেইন হাসপাতালে ত্রুটিযুক্ত তার থেকে স্পার্কস হলে তা একটি অক্সিজেন ট্যাঙ্কে ছড়িয়ে পড়ে এবং আগুনের সূত্রপাত ঘটে। এরপরই এটি বিস্ফোরিত হয়।
ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি ঘটনাস্থল পরিদর্শন করতে নাসিরিয়া ছুটে গেছেন এবং সেখানে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সে সময় তিনি হাসপাতালের প্রধানকে গ্রেফতার করতে নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।