জুমবাংলা ডেস্ক : ইরাক তথা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় সেখানকার প্রবাসী শ্রমিকদের জন্য সরকারের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান বলেন, যুদ্ধ যুদ্ধ ভাব তো আমরা ক্রিয়েট করিনি। তবে যেখানে প্রবাসী শ্রমিক থাকে তাদেরকে সেদেশের লোকাল সরকার প্রোটেকশন দেয়। তারপরেও আমাদেরও একটা এসকেপ প্ল্যান থাকা উচিত। আগামীকাল আমরা পররাষ্ট্র সচিবের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো।
আজ রবিবার (৫ জানুয়ারি) ‘নতুন বছরে সরকারের শ্রম বাজার পরিকল্পনা’ শীর্ষক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। রিপোর্টাস ফর বাংলাদেশি মাইগ্রেন্টস এই অনুষ্ঠানটির আয়োজন করে।
তিনি বলেন, প্রবাসীদের পাঠানোর জন্য যে দালাল চক্র কাজ করে তাদের কোনো ধরনের লাইসেন্স দেওয়া হবে না। তবে যদি কোনো রিক্রুটিং এজেন্সি তাদের (দালাল) ব্যবহার করতে চায় তাহলে তাদেরকে ওইসব রিক্রুটিং এজেন্সির পক্ষে রেজিস্ট্রেশন করতে হবে।
মন্ত্রী বলেন, নীতিগতভাবে আমি দালালদের লাইসেন্স দেওয়ার বিপক্ষে। তবে রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে রেজিস্ট্রেশন করা থাকলে দালাল চক্র থেকে কোনো অনিয়ম হলে তাদের ধরা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।