আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার সৌদি আরবের দুটি তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলার জন্য ইরান দায়ী বলে মনে হচ্ছে৷ তবে তিনি যুদ্ধে যেতে চান না বলেও জানিয়ে দিয়েছেন৷
ঐ হামলার জন্য ইরান দায়ী কিনা, তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্র৷ তবে ‘এই মুহূর্তে সেটিই মনে হচ্ছে’ বলে মন্তব্য করেন ট্রাম্প৷
রোববার ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আভাস দিয়েছিলেন৷ সোমবার তিনি জানান, যুদ্ধে যেতে তাঁর ‘তাড়াহুড়া নেই’৷ ‘‘আমি এমন একজন মানুষ যে যুদ্ধ করতে পছন্দ করে না,” বলেন তিনি৷
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জ্বালানিমন্ত্রী রিক পেরি ইতিমধ্যে হামলার জন্য ইরানকে দায়ী করেছেন৷
ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে৷
সৌদি আরব বলছে, হামলায় ‘ইরানের অস্ত্র’ ব্যবহৃত হয়েছে৷ তবে হামলার জন্য ইরান দায়ী কিনা, তা সরাসরি বলেনি৷
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে৷ উল্লেখ্য, হুতিরা ইরানের সহায়তা পেয়ে থাকে৷ সূত্র: ডয়চে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।