আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহু প্রতীক্ষিত পঞ্চম দফা পরমাণু আলোচনা শুক্রবার (২৩ মে) ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হলেও, দুই পক্ষই এখনও নিজেদের অবস্থানে অটল রয়েছে। আলোচনায় অগ্রগতি না হলেও, নতুন কিছু প্রস্তাব উত্থাপনের মাধ্যমে আলোচনার নতুন দিক উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। খবর রয়টার্স
ওমান জানিয়েছে, আলোচনায় উপস্থাপিত নতুন প্রস্তাবগুলো এখন ইরান ও যুক্তরাষ্ট্রের নিজ নিজ রাজধানীতে মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। এর পরই নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের সময়।
যদিও বৈঠকে অগ্রগতি হয়নি, তবুও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি বলেছেন, ‘আলোচনার দরজা এখনও খোলা আছে। তবে কোনো একতরফা চাপের মাধ্যমে সমাধান আসবে না।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠক শেষে জানান, এটি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে পেশাদার বৈঠকগুলোর একটি। ইরান স্পষ্টভাবে নিজের নীতিগত অবস্থান তুলে ধরেছে।
এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, “ইরানকে ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত রাখতে হবে।’
তবে ইরান এসব শর্তকে ‘অতিরিক্ত ও অন্যায্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। তেহরান আরও বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ‘অমানবিক ও বেআইনি’।
ইরান জানিয়েছে, তারা পরমাণু চুক্তিতে ফিরতে আগ্রহী, তবে এজন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি। বিশেষ করে, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি ত্যাগের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে- এটাই তেহরানের প্রধান দাবি।
সাইকেল চালিয়ে বেলজিয়াম থেকে সৌদি: হজ পালনে বিশ্বমুগ্ধ এই যুবক!
পঞ্চম দফার বৈঠকে সমাধান না মিললেও আলোচনার পথ একেবারে বন্ধ হয়ে যায়নি। ওমান জানিয়েছে, নতুন প্রস্তাবগুলো নিয়ে আগামীদিনে দুই দেশের অভ্যন্তরীণ আলোচনার পর নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের সময়সূচি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।