ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘বড়’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বৃহস্পতিবার জেরুজালেমে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দিয়েছেন তারা। বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়েছে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ হতে দেবেন না তারা। ইরানকে নিয়ে যা দুই দেশের বড় ঘোষণা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র শক্তি সঞ্চার করা থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্র তাদের জাতীয় যত শক্তি আছে তার সবই প্রয়োগ করবে।

তাছাড়া ইসরাইলকে সামরিক সহায়তা অব্যহত রাখার বিয়ষটিও জানানো হয় বিবৃতিতে।

২০১৬ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইসরাইলকে ১০ বছরের জন্য ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার চুক্তি করেন। জো বাইডেন তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইসরাইলের প্রধানমন্ত্রী লাপিদ বলেন, ইরানকে পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ হওয়া থেকে বিরত রাখার একমাত্র উপায় হলো, ইরান যেন জানে মুক্তবিশ্ব বল প্রয়োগ করবে।

তিনি আরও বলেছেন, পারমাণবিক ইরান নামে কোনো কিছু থাকবে না।

অন্যদিকে জো বাইডেন বলেন, তার বিশ্বাস, ইরানকে আটকানোর সবচেয়ে সবচেয়ে উত্তম উপায় হলো কূটনৈতিক তৎপরতা চালানো।

ইসরাইল-ফিলিস্তিনের দ্বন্দ্ব সমাধানে দুই রাষ্ট্র নীতিই সবচেয়ে উত্তম পন্থা বলে মন্তব্য করেন জো বাইডেন।

সূত্র: আল জাজিরা