Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে জন্মদিনের পার্টিতে আগুন লেগে আটজন নিহত হয়েছে। এদের মধ্যে চার শিশু রয়েছে। একটি আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্টে জন্মদিনের এ পার্টির আয়োজন করা হয়।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’র খবরে বুধবার এ কথা বলা হয়।
এতে আরো বলা হয়, রাজধানী তেহরান থেকে পশ্চিমে আন্দিশেহ শহরে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনাটি ঘটে।
তেহরানের রেডক্রিসেন্টের প্রাদেশিক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানান, ঘটনাস্থলেই সাত জনের প্রাণহানি ঘটে। হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়।
জেলা প্রসিকিউটর হামিদ আসগরি জানান, আগুন দ্রুতই পুরো রেস্টুরেন্ট জুড়ে ছড়িয়ে পড়ে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।