Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রথমে বেশি মাঝে নিয়ন্ত্রণে এলেও আবার ইরানে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। আবার পরিস্থিতি খারাপ হচ্ছে ইরানে। দেশটির সরকারি তথ্য মতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৯ জুন ১৬২ জনের মৃত্যু দেখেছিল দেশটি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত কভিড-১৯ রোগে ইরানে মোট ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জন শনাক্ত হয়েছেন। মৃত্যু ১১ হাজার ৫৭১ জনের। সেরে উঠেছেন দুই লাখের বেশি মানুষ।
এখন পর্যন্ত গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৬৪১ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হলেন ৬৫ লাখ ৩৪ হাজার ৮৫১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।