আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের সংসদ সদস্য ফাতেমাহ রাহবার। তিনি কয়েকদিন ধরে হাসপাতালে কোমায় ছিলেন। শনিবার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ।
নভেল করোনাভাইরাসে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা পরিষদ এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদি মারা গেছেন গত সোমবার। বৃহস্পতিবার মারা গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের উপদেষ্টা ও প্রবীণ বিপ্লবী কূটনীতিক হোসেইন শেইখুল ইসলাম।
এছাড়া, করোনার থাবায় বিপর্যস্ত দেশটির জিলান অঞ্চলের এমপি মোহাম্মদ আলী রমজানি দস্তক মারা গেছেন গত শুক্রবার।
দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ৮২৩ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ১৪৫ জন। চীন, ইতালির পর ইরানেই করোনায় মৃত্যুর সংখ্যা সর্বাধিক।
বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫১১ জন। বিশ্বের অন্তত ৯৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
সূত্র: স্ট্রেইট টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।