আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যত লোক মারা গেছে বলে সেই সংখ্যা আরও বহুগুণ বলে জানিয়েছে বিবিসি।
প্রাণঘাতী ভাইরাসটিতে প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাব থেকে পাঁচ থেকে ১০ গুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যমটির ফারসি সার্ভিসের এক অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে।
ইরানে করোনাভাইরাস সংক্রমণ ছিল মধ্যপ্রাচ্যে সবচাইতে গুরুতর। দেশটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
দেশটি থেকে সংক্রমণ ঘটেছে আফগানিস্তান, কানাডা, লেবানন, পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবে।
সরকারি পরিসংখ্যনে জানা যাচ্ছে, এখন পর্যন্ত ইরানে ২১৫,০০০-এরও বেশি আক্রান্ত এবং ১০ হাজারের বেশি লোক মারা গেছেন।
দেশটির উচ্চপদস্থ কর্মকর্তা, এমপি, মন্ত্রীদের অনেকেই আক্রান্ত। মারা গেছেন শীর্ষ নেতা আলী খামেনির উপদেষ্টা কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্যও।
তবে বিবিসির অনুসন্ধানে দেখা যায়, শীতকালে ইরানে স্বাভাবিকের চেয়ে ৬ হাজার ৪০০ বেশি মৃত্যু হয়েছে, যা ওই একই সময়ে করোনায় মৃতের সরকারি সংখ্যার চাইতে ৫০০০ বেশি।
রাজধানী তেহরানে এই একই সময়ে ‘অতিরিক্ত’ মৃত্যুর সংখ্যা ছিল একই সময়কালে গোটা দেশের করোনায় মৃত্যুর সরকারি সংখ্যার চেয়েও বেশি।
এর আগে মার্চে বিবিসির কাছে চিকিৎসকেরা অভিযোগ করেছিলেন, আনুষ্ঠানিক যে সংখ্যা সরকার বলছে তা বাস্তবের চেয়ে অনেক কম।
সে সময় পরিচয় প্রকাশ করতে না চাওয়া এক চিকিৎসক বলেছিলেন, ‘আমি জানি না কত মানুষ মারা গেছে কিন্তু সরকার নিশ্চিতভাবেই এই সংকটের মাত্রা কমিয়ে বলছে। তারা সংক্রমণের শুরু থেকেই মিথ্যা বলছে।’
কিন্তু শুরু থেকেই ইরান সরকার করোনা পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেয়নি, এমনকি এ নিয়ে করে রাজনীতিও। করোনাকে যুক্তরাষ্ট্রের ‘বায়োলজিক্যাল অ্যাটাক’ বলেও সরকারের শীর্ষমহল থেকে প্রচারণা চালানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।