ইরানে টাওয়ার ব্লক ধসে ৩৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে গত সপ্তাহের একটি টাওয়ার ব্লক ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তুপের ভিতরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। খবর এএফপি’র।

প্রতীকী ছবি

ইরানের আবাদান নগরীতে একটি ব্যস্ত রাস্তার পাশে নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট মেট্রোপল ভবনের বিশাল অংশ গত ২৩ মে ধসে পড়ে। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ঘটা ভয়াবহ দুর্যোগগুলোর অন্যতম।

নগরীর গভর্নর এহসান আব্বাসপৌরের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়, আজ সকালে আরেক জনের লাশ উদ্ধার করায় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।