Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে খরা পীড়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানি সংকট নিয়ে প্রতিবাদকালে একজন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে শনিবার এ কথা বলা হয়েছে। কর্মকর্তারা এর জন্যে সুযোগসন্ধানী ও দাঙ্গাকারীদের দায়ী করেছেন। ইরনা আরো জানিয়েছে, খুজেস্তান প্রদেশের শাদেগান শহরে এই বিক্ষোভকারী নিহত হয়।
জেলার ভারপ্রাপ্ত গভর্ণর ওমিদ সাবিরপুর বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, শুক্রবার রাতে পানির সংকট নিয়ে বিক্ষোভ জানাতে কিছু লোক জড়ো হয়। এ সময়ে সুযোগসন্ধানী ও দাঙ্গাকারীদের মধ্য থেকে কেউ গুলি চালালে ওই লোক নিহত হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।