আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের পাশে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭০ আরোহীর সবাই নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল। খবর ইউএনবি’র।
ইরানের জরুরি বিভাগের এক কর্মকর্তা পীর হোসেইন কুলিভান্দ রাষ্ট্রীয় টিভি চ্যানেলটিকে জানান, দুর্ঘটনায় বিমানে থাকা আরোহীদের সবাই (যাত্রী, পাইলট ও ক্রু) নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা নিহতদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছেন।
এর আগে টিভি চ্যানেলেরটির এক প্রতিবেদনে বলা হয়, তেহরানের খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই মঙ্গলবার দিবাগত মধ্যরাতে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফরজেদ্দাহ বলেন, রাজধানীর তেহরানের দক্ষিণ-পশ্চিমাংশের ওই দুর্ঘটনাস্থলে তদন্ত দল কাজ করছে।
খোমেনি আন্তর্জাতিক ব্মিানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পরান্দ ও শাহরিয়ার এলাকার মাঝে বিমানটি বিধ্বস্ত হয় জানিয়ে জাফরজেদ্দাহ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই জাতীয় বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
তারও আগে, রাষ্ট্রীয় টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়, ১৮০ জন যাত্রী ও ক্র নিয়ে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।