আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জন মারা গেছেন। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭৫০ জনে।
রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এ তথ্য জানায়।
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ ইরানের শহীদ রাজাই বন্দরে যে বিশাল আগুন লেগেছে তা নিয়ন্ত্রণে একটি ওয়াটার বোমারু বিমান, ৬০টি ফায়ার ট্রাক এবং ৭০০ জন উদ্ধারকর্মী অংশ নিয়েছে।
ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি বার্তা সংস্থা আইএলএনএ-কে জানিয়েছেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বিস্ফোরণের পর এলাকায় সালফারজাতীয় পদার্থের গন্ধ ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৩টার মধ্যেই ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট শহীদ রাজাই বন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।
এদিকে, বিস্ফোরণের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, ইরাক, জাপান ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে।
সৌদি আরব জানিয়েছে যে ইরানের অনুরোধে তারা যেকোনো সহায়তা প্রদানে প্রস্তুত। অন্যদিকে, রাশিয়ায় অবস্থিত তেহরান দূতাবাস বলেছে যে সহায়তার জন্য ইরানের কোনো অনুরোধ পাওয়া মাত্রই তা মস্কোতে পাঠানো হবে।
পূর্বঘোষণা ছাড়াই সিন্ধুর পানি ছেড়ে দিলো ভারত, বন্যার কবলে পাকিস্তান
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাহায্যের প্রস্তাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইরানের সাথে সহায়তা সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি জানিয়েছেন, প্রায় ২১২ জন আউটপেশেন্ট চিকিৎসা নিয়েছেন। বাকি আহতদের হরমোজগান প্রদেশ ও পার্শ্ববর্তী প্রদেশের চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।